ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম রিমন হাজরা (৩০)। মঙ্গলবার উত্তরার আব্দুল্লাহপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, তাদের থানা পুলিশের একটি টিম আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। গ্রেফতারকৃত রিমন চেকপোস্ট অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট হতে ৯০০ পিস ও বাম পকেট হতে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। 

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর