ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অপরাধ দমনে রাজধানীর সব সড়কে সিসি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সব সড়ক সিসি ক্যামেরার আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অপরাধপ্রবণ, দুর্ঘটনা ও ট্রাফিক সিগন্যাল না মানাপ্রবণ এলাকায় বসানো হয়েছে বলে জানা গেছে। 

ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত ডিএমপির সেন্ট্রাল কমান্ড সেন্টারের অষ্টম তলায়। এখানে ডিএমপি ট্রাফিকের আট, অপরাধের আট বিভাগসহ মোট ৫০টি থানাকে সমন্বয় করা হবে। পুরো ঢাকায় থাকা সিসি ক্যামেরা পরিচালনার জন্য ডিএমপির যুগ্ম কমিশনারের (অপারেশন) নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। 

টিমের সদস্যরা তিন পালায় ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। ২০ সেপ্টেম্বর সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর পরই ঢাকা শহরকে ক্যামেরার মাধ্যমে নজরদারি করার কার্যক্রম শুরু হয়। 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ক্যামেরাগুলো আমাদের অন ট্রায়ালে আছে। কিছু অ্যাপস আমরা সেখানে স্থাপন করব, যেগুলো তৈরি হচ্ছে। যদি কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল চুরি হয় তাহলে ওই গাড়িটি কোন কোন দিক দিয়ে যাচ্ছে তা ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করা যাবে। ছিনতাইকারী এবং যে কোনো অপরাধীর ছবি আমরা ওই ক্যামেরা থেকে সংগ্রহ করতে পারব।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর