ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ময়মনসিংহে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

তাদের দাবি, ময়মনসিংহ নগরীর কাচারীঘাট এলাকায় হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করা হয়েছে। 

গণ অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম অভিযোগ করে বলেন, মিছিল শেষে তাদের আপ্যায়ন পর্ব চলার সময় বিকাল ৪টার দিকে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ওই সময় তিনিসহ অন্তত ১০ জন আহত হন। 

আহতদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক এসকে শাহিনসহ আরও কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গণ অধিকার পরিষদের অনুষ্ঠান শেষ করে যে যার মতো চলে যায়। যাওয়ার পর রাস্তায় কোনো কিছু হয়েছে কি না সে সম্পর্কে কোনো তথ্য আমাদের জানা নেই।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর