ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তুরাগ নদে ভেসে উঠল মৃত ডলফিন!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

সাভারে তুরাগ নদে ভেসে উঠেছে প্রায় ৫ ফুট লম্বা ও ৩ মণ ওজনের একটি মৃত ডলফিন।  এ নদে গত কয়েক বছরে আর কোনো ডলফিন পাওয়া যায়নি।

রবিবার বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাট এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান জেলেরা। পরে সন্ধ্যায় সেটি জাল দিয়ে তীরে আনেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, আশুলিয়া বাজার ঘাটে মাছ ধরার সময় বিশাল আকারের ডলফিনটিকে মৃত ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরে জালের মাধ্যমে ডলফিনটি তীরে তুলে আনা হয়। ডলফিনটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মূলত নদের পানিতে শিল্প কারখানার নির্গত মাত্রাতিরিক্ত রাসায়নিক মিশ্রিত থাকায় ডলফিনটি মারা গেছে। 

এর আগে কখনও এ নদীতে ডলফিন দেখা যায়নি। তাই মৃত ডলফিনটিকে দেখতে তীরে অনেক মানুষ ভীড় করেন।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার জানান, ডলফিনটি হলো গ্যাংগিজ ডলফিন। বিষাক্ততা, খাদ্য স্বল্পতা, কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণেও এটা মারা যেতে পারে। মৃত্যুর কারণটা নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর