ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজধানীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ছয় হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার মতিঝিল বিভাগ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শিকদার মো. হাসান ইমাম জানান, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ সিটি কর্পোরেশন ডাম্পিং সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের সামনে থেকে মাদককারবারি মো. মাসুদ হালাদার ও মো. জালাল উদ্দিন রুমিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামি ওই ফ্লাইওভার ব্রিজের সামনে ইয়াবা বিক্রি করতে অবস্থান করছিলেন। এ সময় সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মাসুদ ও জালালকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয় হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার হাসান ইমাম বলেন, গ্রেফতার মাসুদ ও জালাল কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে। এরপর কৌশলে তা রাজধানীতে নিয়ে এসে বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর