ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দখল হয়ে যাওয়া রাস্তার তালিকা দিতে ডিএনসিসি মেয়রের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
আতিকুল ইসলাম (ফাইল ছবি)

অবৈধভাবে দখল হয়ে যাওয়া রাস্তাগুলোর তালিকা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় তিনি এই নির্দেশ দেন। 

মেয়র আতিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু রাস্তা রাজউকের নকশার ব্যতয় ঘটিয়ে বেশ কয়েকজন ভবন মালিক অবৈধভাবে দখল করে নিয়েছে। তাই ওই রাস্তাগুলো উচ্ছেদ পূর্বক প্রকৃত নকশা অনুযায়ী প্রশ্বস্ততা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তালিকা প্রস্তুত পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণ ডিএনসিসির সম্পত্তি বিভাগের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত করে রাস্তাগুলোর প্রশ্বস্ততা নিশ্চিত করবে। 

এছাড়াও সভায় ডিএনসিসির হালনাগাদকৃত T O & E (Table of Organization & Equipment) চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণ, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী/অক্ষম) জনসাধারণের ব্যবহারের জন্য বিশেষায়িত মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি ক্রয়, পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে লোকবল নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়। 

সভায় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।



এই পাতার আরো খবর