ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কারা ফটকে পুঠিয়া থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ

রাজশাহীর পুঠিয়া থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে কারা ফটকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তার সঙ্গে দুদকের আরও দুই কর্মকর্তা ছিলেন। সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত কর্মকর্তা আমির হোসেন জানান, সাবেক ওসি সাকিল বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করেছেন। শেষে নিজেকে নির্দোষও দাবি করেছেন।

তিনি আরও বলেন, জেলকোড অনুযায়ী জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তবে বিষয়টি যেহেতু দালিলিক, তাই বেশি জিজ্ঞাসাবাদের খুব একটা প্রয়োজনীয়তা নেই। দ্রুতই মামলার প্রতিবেদন কমিশনে পাঠানো যাবে। এরপর অনুমোদন হলেই প্রতিবেদনটি অভিযোগপত্র আকারে আদালতে দেওয়া হবে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা।

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ১২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে পাঠায় পুলিশ। বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন তিনি।

শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার পরিবর্তনের মামলায় বিচার বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর