ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘নির্বাচন নিয়ে সরকারের ফন্দি-ফিকির ধরা পড়ে গেছে’
অনলাইন ডেস্ক
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমরান সালেহ প্রিন্স

বিতর্কিত, অনুগত, সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করায় নির্বাচন নিয়ে সরকারের ফন্দি-ফিকির ধরা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

রবিবার ময়মনসিংহের হালুয়াঘাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে অনুষ্ঠিত যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দমন-নিপীড়ন চালিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না।

ময়মনসিংহ মহানগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বুধবার জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ভয়-ভীতি, রক্তচক্ষু উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান প্রিন্স।

এ সময় তিনি আরও বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া স্বাধীন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর