ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফতুল্লায় গণধোলাইয়ের শিকার আহত যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটখোলার শ্রমিকদের গণধোলাইয়ের শিকার আহত আলমগীর নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আলমগীর ফতুল্লার লক্ষ্মীনগর এলাকার হযরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ফারুক মেম্বারের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের চলতি সপ্তাহের গত সোমবার সকালে রাজাপুর এলাকায় ব্রিক ফিল্ডের কাছে একটি মুদি দোকানে আলমগীর ও ফারুক মেম্বারের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ফারুক মেম্বারের মাথায় কয়েকটি ছুরিকাঘাত করে আলমগীর। এ সময় দূর থেকে দেখে ফারুক মেম্বারের মালিকানাধীন ব্রিক ফিল্ড থেকে শ্রমিকরা এগিয়ে এসে আলমগীর হোসেনকে গণধোলাই দেয়। তখন আলমগীরের লোকজনও খবর পেয়ে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর ফারুক মেম্বার ও আলমগীর হোসেনকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে আলমগীরের মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের কয়েকটি টিম এ বিষয়ে তদন্তে নেমেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর