ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বর্ণিল আয়োজনে পুনাকের বসন্ত উৎসব
অনলাইন ডেস্ক
বর্ণিল আয়োজনে পুনাকের বসন্ত উৎসব

বর্ণিল আয়োজনে বসন্ত উৎসবের মধ্য দিয়ে নানা রঙে রাঙা বসন্তকে বরণ করলো বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে ২৪ মার্চ রাতে বসন্ত উৎসবের আয়োজন করেছে পুনাক। এতে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। স্বাগত বক্তব্য রাখেন পুনাকের সহ-সভানেত্রী নাসিম আমিন। 

আইজিপি বলেন, করোনাকালে আমরা কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। পুনাকের বসন্ত উৎসব আয়োজন এক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে। 

এ উপমহাদেশে বসন্ত উৎসবের ইতিহাস উল্লেখ করে আইজিপি বলেন, ভারতীয় উপমহাদেশে বসন্ত উৎসবের ইতিহাস অনেক পুরনো। বসন্ত উৎসবকে জনপ্রিয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও বসন্তের বিশেষ ভূমিকা আছে। এটা আমাদের শেকড়ের অংশ। 

আইজিপি বলেন, পুনাক সাম্প্রতিক সময়ে নিজেদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কল্যাণে যেসব কার্যক্রম গ্রহণ করেছে তা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য পুনাক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি। 

তিনি পুনাকের শিশু-কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। 

পুনাক সভানেত্রী জীশান মীর্জা তাঁর বক্তব্যে পুনাকের কার্যক্রমে সহযোগিতার জন্য আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর