ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সরকারের ব্যর্থতায় মানুষ টিসিবি ট্রাকের পিছনে দৌড়াচ্ছে : আফরোজা আব্বাস
অনলাইন ডেস্ক
জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় বক্তব্য রাখছেন বেগম আফরোজা আব্বাস

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে সাধারণ মানুষ টিসিবি ট্রাকের পিছনে দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি বেগম আফরোজা আব্বাস।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার বাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় এ মন্তব্য করেন বেগম আফরোজা আব্বাস। 

এ সময় তিনি আরও বলেন, মেয়েরা আজ কোথাও নিরাপদ নেই, ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভোগছে। এই সরকারের আমলে কেউ নিরাপদ নেই।

মহিলা দলের কর্মী সভার উদ্বোধক বেগম আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বেগম সুলতানা আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন। 

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও মহিলা দলের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর