ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে দক্ষিণ সিটি
নিজস্ব প্রতিবেদক

৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে এসব বর্জ্য স্থানান্তর করা হয়েছে।

মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে। এছাড়াও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড হতেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর