ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুর তথ্য জানাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণকক্ষ
অনলাইন প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশন

নগরবাসীকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার স্থান এবং ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য কিংবা ডেঙ্গু সম্পর্কিত নগরবাসীর অভিযোগ জানতে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোলরুম) চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, ডিএনসিসির স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নগরবাসীর বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ চালু আছে। ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত যেকোনো অভিযোগ, পরামর্শ নগরবাসী জানাতে পারবেন ডিএনসিসির কন্ট্রোলরুমে।

কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ০১৭৬৯১০০৬৮০, ০১৭১৬৫০৬২৫৮, ০১৭১৫২৩৮৭৫৪, ০১৭১৫৪৫৬৬৯৮, ০১৭৫৬২০৯৪৮২, ০১৭১৬৩৯৮৮৮৬, ০১৭৩৫৮৪৩৬৯৩।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, নগরবাসীর সুবিধার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগের বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর