ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর্মঘণ্টা কমিয়ে আদালতের নতুন সময়সূচি
অনলাইন ডেস্ক

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা কমানোর পর এবার পরিবর্তন এলো আদালতের সময়সূচিতেও। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ ও অধস্তন আদালতের বিচারকাজের কর্মঘণ্টা আধাঘণ্টা কমেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সময়সূচিতেই চলবে উচ্চ ও নিম্ন আদালতের বিচারকাজ। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

দুপুরে নামাজের জন্য ৪৫ মিনিট বিরতি দিয়ে চলবে বিকেল পৌনে ৩টা পর্যন্ত। একইভাবে দুপুরে ৪৫ মিনিট বিরতি রেখে হাইকোর্টের অফিসের সময়সূচি ঠিক করা হয়েছে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার থেকে অধস্তন আদালতের বিচারকাজ বসবে সকাল সাড়ে ৮টায়। দুপুরে ৪৫ মিনিট নামাজের বিরতির পর চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অধস্তন আদালতের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর