ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রতীকী ছবি

বরিশালে মাদক মামলায় দুই ব্যক্তিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমনার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার উজিরপুর উপজেলার ধামুরা ইউনিয়নের রাইসুল ইসলাম ওরফে রানা মোল্লা ও বরিশাল নগরীর বেলতলা মাহমুদিয়া মাদ্রাসা এলাকার জুনায়েদ আল মামুন। এর মধ্যে রায় ঘোষণার সময় জুনায়েদ পলাতক এবং রানা মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারী নগরীর ভাটিখানা জামেয়া ইসলামিয়া ফাতেমাতুজোহরা মহিলা মাদ্রাসার সামনে থেকে রাইসুল ও জুনায়েদকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাইসুলের কাছ থেকে ৩শ’ পিস ও জুনায়েদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা জব্দ করে তারা। এ ঘটনায় ওইদিনই সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক গোলাম কবির। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পলাতক আসামির বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর