ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৯৪
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ঢাকায় ২৪৪ জন ও ঢাকার বাইরে ৫০ জন।বর্তমানে সারাদেশে এক হাজার ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪৯ জন ও ঢাকার বাইরে ১৭৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ৩৯০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৮৩২ জন ও ঢাকার বাইরে এক হাজার ৫৫৮ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সাত হাজার ৩৩৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৯৭০ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৬৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর