ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাকির হত্যা মামলায় ইউপি মেম্বারসহ আসামি ১৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী গ্রামের জাকির হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার রশিদ আহাম্মেদসহ ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার বিকেলে বন্দর থানায় নিহত জাকিরের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন, বক্তাবলী এলাকার বাসিন্দা আওলাদ হোসেন, ইউপি মেম্বার রশিদ আহাম্মেদ, রাজিব, গণি, আরিফ, সজিব, হৃদয়, আবুল হোসেন, কবির হোসেন, নবী হোসেন, রাজু খা, আমিন, সাইদুল, কাদির সিপাই, আবুল হোসেন, সোহেল, জসিম ওরফে কালা জসিম, কবির হোসেন ও আশিক।

বন্দর থানার ওসি মো. আবু বক্কর ছিদ্দিক জানান, জাকির হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকেলে বন্দর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর