ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিজিবির সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা
অনলাইন ডেস্ক

বিজিবি সাঁতার প্রতিযোগিতায় ২০২২-এ ৩টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা সেক্টর এবং ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে রানার আপ কক্সবাজার রিজিয়ন।

এছাড়া দলগত ইভেন্ট ওয়াটার পোলো খেলায় ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়নের সিপাহী মোঃ রুবেল মিয়া শ্রেষ্ঠ নবীন এবং ঢাকা সেক্টরের নম্বর নায়েক মোঃ ওহিদুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন সাঁতারু হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিজিবি সদর দপ্তর পিলখানা ঢাকায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় বিজিবি’র সব রিজিয়ন এবং সেক্টর হতে মোট ৭টি সাঁতার দল অংশগ্রহণ করে। এতে ১০টি ব্যক্তিগত এবং ২টি দলগত ইভেন্টেসহ মোট ১২টি ইভেন্টে ২৩ জন নবীন ও ১০৯ জন প্রবীণসহ সর্বমোট ১৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর