ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৩
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৪৫ জন ও ঢাকার বাইরে ৩২৮ জন। বর্তমানে সারা দেশে তিন হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩০৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৭৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১৬ জন ও ঢাকার বাইরে ১২ হাজার আটজন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২৩ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৬৭৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪১ জন মারা গেছেন।



এই পাতার আরো খবর