ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইজিবাইক চুরি সিন্ডিকেটে জড়িতদের গ্রেফতার এবং ইজিবাইক চালক শমসের আলী হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি রুবেল হাওলাদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, নিহত শমসের আলীর মেয়ে সাথী আক্তার ও স্ত্রী ইয়ানুর বেগম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা ইজিবাইক চুরি সিন্ডিকেটে জড়িতদের গ্রেফতার এবং ইজিবাইক চালক শমসের আলী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর নগরীর কাশীপুরে ইজিবাইক চালক শমসের আলীকে অচেতন করে তার ইজিবাইজ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে একটি যানবাহনের ধাক্কায় শমসের আলী নিহত হয়। 

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর