ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢামেকে কিশোরের মৃত্যু
অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মোহাম্মদ শাহ আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহ আলম নরসিংদীর শিবপুর কাড়ারচরের বাসিন্দা।

নিহতের আত্মীয় মাহমুদুল হাসান জেবু জানান, জানুয়ারির ১৮ তারিখে সে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে আইসিডিডিআরবি টেস্টে তার নিপাহ ভাইরাস ধরা পড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে নিয়ে এলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শাহ আলম নরসিংদী জেলার শিবপুর থানার কাড়ারচর গ্রামের মো. শাহজালালের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর