ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডে চিরুনি অভিযান
অনলাইন ডেস্ক

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গতকাল থেকে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিএসসিসি’র ৫০ নম্বর ওয়ার্ডে আজ শুরু হয়েছে এ কার্যক্রম।

বুধবার সকাল ৯টায় দক্ষিণ যাত্রাবাড়ি (কবরস্থান রোড) থেকে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ এবং এডিস মশার উৎপত্তিস্থল নির্মূলে চিরুনি অভিযান শুরু করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুম মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) সাখাওয়াত হোসেন।

পর্যায়ক্রমে সমগ্র ৫০ নম্বর ওয়ার্ডের প্রতিটি মহল্লায় এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান কাউন্সিলর।

এর আগে, মঙ্গলবার প্রথম দিনে ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই বিশেষ অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

অভিযানের প্রথম দিনে বেশ কিছু বাড়ি ও স্থাপনার ভেতরে ও সীমানার অভ্যন্তরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে প্রতিটি বাড়ি ও স্থাপনার মালিকদের সতর্ক করে ডিএসসিসির অভিযান পরিচালনা দল।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর