ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে অনুমতি ছাড়া অবকাঠামো নির্মাণে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর সদর রোডে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া পাকা ভবনের মতো অবকাঠামো করে দ্বিতল টিনসেড ঘর নির্মাণ করায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

বিসিসির সড়ক পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাবু জানান, প্লান পাশ না করে তারা অবৈধভাবে ভবন নির্মাণ করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযুক্ত সংগঠনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর