ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বৃষ্টিতে দুর্ভোগ রাজধানীবাসীর
ফাইল ছবি

এবার টানা বর্ষণে অস্বস্তিতে পড়েছে রাজধানীবাসী। গত কয়েকদিন আগে টানা বৃষ্টির পর সূর্যের আলো দেখাতে একটু স্বস্তি পেয়েছিল ঢাকাবাসী। কিন্তু ২/৩ না যেতেই গতকাল থেকে আবারো মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাজধানীর বেশির ভাগ এলাকা। গতকাল তো মিরপুরে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অকেজো হয়ে পড়েছিল বেশির ভাগ সিএনজি। রাস্তা থেকে ফুটপাতে উঠতে পানিতে ভিজতে হয়েছে বেশিরভাগ যাত্রীর। সাজিয়া ইসলাম নামে মিরপুরের এক শিক্ষার্থী বলেন, পানিবন্দি রাস্তা পার হওয়ার সময় গর্তে পড়ে আমার পিঠে মারাত্নক আঘাত পেয়েছি।

শুধু মিরপুর নয় একটু বর্ষা হলেই শান্তিনগর, মালিবাগসহ পানিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। বিঘ্ন সৃস্টি হয় যান চলাচলে। সড়কগুলোতে বেঁধে যায় দীর্ঘ যানজট। বাসের জানালা-দরজা বন্ধ থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তিতে গাড়ির ভেতর বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। এতে মূল্যবান সময় নষ্ট হয় কর্মক্ষম মানুষের। রাজধানীবাসী এই অসহায়জনক জলবদ্ধতা থেকে মু্ক্তি চায়্। সময়মতো পৌঁছাতে চাই কর্মক্ষেত্রে। এখন দেখার বিষয় ঢাকা সিটি করপোরেশন এই জলবদ্ধতা থেকে ঢাকাবাসীকে রক্ষায় কি ধরণের পদক্ষেপ গ্রহণ করে।    



এই পাতার আরো খবর