'করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নিয়ে আইন বা নীতিমালা না থাকায় এ খাতে অনেক ক্রুটি-বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে এ বিষয়ে গাইড লাইন তৈরি করা জরুরি' বললেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সংক্রান্ত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, 'যেভাবে হোক, যে আঙ্গিকেই হোক বাংলাদেশে সিএসআরের বিকাশ ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। এর মাধ্যমে দেশের সোয়া দুই কোটি মানুষ উপকৃত হবেন। তাদের আর্থসামাজিক উন্নতি এবং দেশের সার্বিক অর্থনীতির মানোন্নয়ন হবে।'
সভায় অতিথি ছিলেন- সিএসআর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক সোবহান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান ও পরিকল্পনা কমিশনের সদস্য গোলাম ফারুক প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহামিন এস জামান।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৪/জান্নাত