ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

খালেদার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভ্ম্বের ধার্য করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আবেদন প্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ১৪ নভেম্বর চেম্বার বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া ২৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। তার পর আরেক চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে দুদক ২৭ নভ্ম্বেরের পরিবর্তে দিন এগিয়ে আনার আবেদন করেন। হাসান ফয়েজ সিদ্দিকী দিন নির্ধারণ না করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত বৃহস্পতিবার শুনানি শেষে দিন নির্ধারণের জন্য রবিবার তারিখ ধার্য করেন আদালত।  

 

বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৪/ রশিদা



এই পাতার আরো খবর