ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাবি শিক্ষক হত্যা
বিচারের দাবিতে প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড. শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ পালন করেন প্রগতিশীল শিক্ষকরা।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জণ মিশ্র, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তদন্ত কার্যক্রম বিলম্ব করা হচ্ছে। বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি প্রদান করেন তারা। এসময় আগামী তিনদিন বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা প্রদান করা হয়।  

 

বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৪/ রশিদা



এই পাতার আরো খবর