ঢাকা, রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

মেয়র পদ ছাড়লেন মনজুর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এম মনজুর আলম। তার পরিবর্তে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।

শুক্রবার জুমার নামাজের পর নগর ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদত্যাগ করার পর মনোনয়ন পত্র নেওয়ার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন মনজুর আলম।

২০০৯ সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী-‘মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য হবেন।  তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক হলে তাকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।’

২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত শিক্ষাবিদ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। গত বুধবার সংগঠনটির পক্ষ থেকে আবারও প্রার্থী ঘোষণা করা হয় এম মনজুর আলমকে। এরপর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে মনজুরকে মেয়র পদে সমর্থনের ঘোষণা দেন জ্যেষ্ঠ নেতারা।

বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব/এস আহমেদ



এই পাতার আরো খবর