ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পেট্রলবোমা হামলার ঘটনায় আটক ৭

কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: জামায়াতের চান্দিনা উপজেলা আমির সাতগাঁও গ্রামের মাওলানা আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আব্দুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫) ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন (৩৫)।

পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়।  

 

বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর