ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢামেকে দগ্ধ শিক্ষিকার মৃত্যু

রাজধানীর উত্তরখানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী শারমিন হোসেন লাবণী (২৮) নামের সেই স্কুলশিক্ষিকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

গত ২০ জুলাই রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন লাবণী। তার স্বামী আগুন নেভাতে গেলে তার দুই হাত দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন, লাবণীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

উত্তরখানের কুড়িপাড়া এলাকায় তারা থাকতেন। লাবণী স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। স্বামী সালাউদ্দিন চৌধুরী মঞ্জু ব্র্যাক ব্যাংকে কর্মরত।

লাবণীর বাবা আবুল হোসেনের অভিযোগ, মঞ্জু ও তার বাবা-মা প্রায় লাবণীর ওপর অত্যাচার করতো।

 

বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/ এস আহমেদ



এই পাতার আরো খবর