ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় বিপর্যস্ত মেক্সিকো, মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়ালো
অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে মেক্সিকোতে। 

২০২০ সালের ১৮ মার্চ মেক্সিকোতে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু হয়। এক বছরের মাথায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২ লাখ ৮৬২ জন। আক্রান্ত হয়েছে ২২,১৯,৮৪৫ জন। আর সুস্থ হয়েছে ১৭,৫৫,৭৯৮ জন। 

উল্লেখ্য, গেল বছরের জুন মাসে মেক্সিকোর ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাটেল বলেছিলেন, 'করোনায় যদি ৬০ হাজার মানুষের মৃত্যু হয় তাহলে সেটি হবে খুবই ভয়াবহ ব্যাপার।' কিন্তু সেই সংখ্যাটা এখন ২ লাখ ছাড়িয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর