ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় তিনি নিজেই একথা জানিয়েছেন। এ সময় তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় লকডাউন সফলে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক বক্তব্য দানকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সকলকে জানান। সভায় গাজীপুর সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান জানান, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের ঠাণ্ডা, কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রবিবার নমুনার ফলাফলে করোনা পজিটিভ পাওয়া যায়। জেলা প্রশাসক শারিরীকভাবে সুস্থ আছেন। তিনি তার সরকারি বাংলোয় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক সকল সরকারি কাজ প্রযুক্তির সাহায্যে করছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর