ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মানিকগঞ্জে লকডাউনে রাস্তা-ঘাট ফাঁকা
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাগুলোর সাথে মানিকগঞ্জ জেলাকেও লকডাউন ঘোষণা করা হয়। এ কারনে রাস্তায় কোন পরিবহণ চলাচল করছে না। রাস্তাঘাট একবারেই ফাঁকা। তবে পণ্যবাহী ট্রাক,মোটর সাইকেল প্রাইভেট কার চলাচল করছে। 

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যাস্থাপক জিল্লুর রহমান জানান, ঘাটে কোন যাত্রীবাহী বাস নেই। সকালের দিকে আটকেপড়া কিছু যাত্রীবাহী পরিবহণ পার হয়েছে। ঘাটে ফেরির কোন সমস্যা নেই। ঘাটে কিছু পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। 

এছাড়া, লকডাউনের কারনে শহরের দোকানপাঠ বন্ধ রয়েছে।                                                                                                                                                     

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর