ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্রিটেনে উদ্বেগ ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টা প্লাস’
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

মহামারী করোনাভাইরাস খুব দ্রুত পৃথিবী থেকে বিদায় নেবে এমন সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা। কারণ ধনী দেশগুলোর অধিকাংশ নাগরিক টিকা পেলেও পিছিয়ে আছে গরীব দেশগুলো। এর মধ্যে ছড়ানো শুরু করেছেন করোনার নতুন ধরণ। এটিকে বলা হচ্ছে ডেল্টা প্লাস, যা AY.4.2 নামেও পরিচিত। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও এটি বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে ধারণা করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) একে ‘ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন’ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করেছে। তবে এই ভ্যারিয়েন্ট ভয়াবহ অসুস্থতা সৃষ্টি করতে পারে কিনা- সে বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বাজারে প্রচলিত করোনা টিকার মাধ্যমেই এ ভ্যারিয়েন্ট থেকে জনগণকে সুরক্ষিত রাখতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

ব্রিটেনে এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন নিয়মিত ডেল্টা ভ্যারিয়েন্টে, তবু ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ সরকারি ডাটা অনুযায়ী, বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে শতকরা ৬ ভাগ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত।

সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা ‘ডেল্টা প্লাস’ এর বিষয়টি নজরদারিতে রেখেছেন। এখনো এ ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর