কঠোর লকডাউনের মধ্যেও নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ বাড়ছে। শনিবার দেশটিতে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অধিকাংশ নতুন সংক্রমণ নিউ জিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ঘটছে। অথচ শহরটিতে গত দুই মাস ধরে কঠোর লকডাউন চলছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ব্লেনহেইমে করোনার আরও বিস্তার ঘটনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে আগে করোনার সংক্রমণের হার কম ছিল।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘এখনও পর্যন্ত প্রাথমিক সংক্রমিতদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি ছোট ঘনিষ্ঠ দল শনাক্ত হয়েছে এবং শনাক্তকরণ পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।’
শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন জানিয়েছেন, দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীকে যখন টিকার পূর্ণ ডোজ দেওয়া শেষ হবে তখন কঠোর লকডাউন প্রত্যাহার করা হবে। শনিবার পর্যন্ত ৭০ শতাংশ জনগণকে টিকার পূর্ণ ডোজ দেওয়া শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ