ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দেড় বছরে সবচেয়ে কম শনাক্ত
অনলাইন প্রতিবেদক
দেড় বছরে সবচেয়ে কম শনাক্ত। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন, যা দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে দাঁড়াল। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৩ হাজার ২৪০ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

এর আগের দিন শুক্রবার করোনায় সাতজনের মৃত্যু হয় ও সংক্রমিত হন ৩০৫ জন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর