ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

করোনা: এক মাসে রাশিয়ায় ৪৪ হাজারেরও বেশি মৃত্যু
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে কমেছে মৃত্যুর সংখ্যা। একই সাথে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে আক্রান্ত হিসেবে শনাক্ত নতুন রোগীর সংখ্যাও। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩১ জনের। এনিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ১০ হাজার ৪৭ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১১৩ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৭১ লাখ ১৩ হাজার ৮৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬০ জনের এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৭২ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৮০ জনের। হঠাৎ করে রাশিয়ায় বেড়ে গেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত সেপ্টেম্বরে প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৪৪ হাজারেরও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত মৃত্যু দেখেনি রাশিয়া। রাশিয়ার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৪৪ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে ছুটি ঘোষণা করেছে সরকার। রাজধানী মস্কোয় মস্কোয় শুধু ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১১ দিন এই কড়াকড়ি বহাল থাকবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর