ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রে করোনা টিকা নিয়েছে অনূর্ধ্ব ১২ বছর বয়সী সাড়ে তিন লাখ শিশু
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধী টিকার কমপক্ষে এক ডোজ নিয়েছে অনূর্ধ্ব ১২ বছর বয়সী তিন লাখ ৬০ হাজার শিশু। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের (সিডিসি) পরিসংখ্যানের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ অধিদফতর ২৯ অক্টোবর ৫-১১ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনা টিকা প্রদানে অনুমতি দেয়। একই বিষয়ে সিডিসি সম্মতি দিয়েছে গত ২ নভেম্বর। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, শিশুদের জন্য তাদের কাছে যথেষ্ট টিকা মজুত আছে। চলতি সপ্তাহে তারা শিশুরোগ বিশেষজ্ঞদের কার্যালয়, ফার্মাসি, স্কুল ক্লিনিকে টিকার সরবরাহ বাড়াবে।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর