ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লকডাউনের প্রতিবাদে উত্তাল অস্ট্রিয়া
অনলাইন ডেস্ক

লকডাউনের প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলের আগে বিক্ষোভকারীরা হিরোইজ স্কয়ারে জড়ো হয়। তারা বাঁশি, হর্ন ও ড্রাম বাজান। এসময় তারা পতাকা ওড়ান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড লেখা ছিল, ‘কোনো টিকা নয়’, ‘যথেষ্ট হয়েছে’, ‘ফ্যাসিবাদী স্বৈরাচার নিপাত যাক’।

অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বাড়ায় সোমবার থেকে ২০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির ৬৬ শতাংশ জনগোষ্ঠী করোনার টিকা পেয়েছেন। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় টিকা দানের হার সবচেয়ে কম। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর