ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মার্চের মধ্যে ইউরোপে মরতে পারে ৫ লাখ মানুষ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক
ছবি লস এঞ্জেলেস টাইমস এর।

মার্চের মধ্যে ইউরোপে করোনায় অন্তত ৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা সংক্রমণ রোধে জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশ এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।  

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন করে করোনা মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন। ইউরোপে জনস্বাস্থ্য রক্ষায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে। করোনা আরেকবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে এরইমধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে। ইউরোপ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে হ্যান্স ক্লুজ শীত মৌসুমের আগমণ ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেন। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর