ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

করোনার নতুন ধরন শনাক্ত: এশিয়া-ইউরোপ সীমান্তে কড়াকড়ি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট, যেটির উৎপত্তি দক্ষিণ আফ্রিকা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সীমান্তে নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান সীমান্তে নিয়ন্ত্রণের বিষয়ে কড়াকড়ি ঘোষণা করেছে এবং দক্ষিণ আফ্রিকা থেকে যেকোনো ধরনের ফ্লাইট বাতিল করেছে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বাতিলের বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এ সপ্তাহে নতুন করোনার এই ভ্যারিয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে তারা বারবারই করোনার এই নতুন ধরন সম্পর্কে শঙ্কা জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ছাড়াও হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় করোনার এ ধরন পাওয়া গেছে। করোনার নতুন এ ধরন নিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলছেন, করোনার এই নতুন ধরনের অন্যান্য দেশে ছড়ানোর সম্ভাবনা প্রবল।

সূত্র : বিবিসি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর