ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভয়ঙ্কর ‘ওমিক্রন’: বুস্টার শটের পরিকল্পনায় মডার্না
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এদিকে, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার ডোজ আরও শক্তিশালী (বুস্টার) করবে মডার্না। শনিবার এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানির শীর্ষ নির্বাহী স্টেফানে ব্যানসেল এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ব্যানসেল বলেন, ‘আমরা ওমিক্রন ধরনটিকে মোকাবিলা করার জন্য বুস্টার শট আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রুত আমরা এই টিকা প্রস্তুত করতে পারব।’

‘ইতোমধ্যে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এ কারণে এটি ঠেকাতে যে পদক্ষেপই নেওয়া হোক, দ্রুত নেওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে পাওয়া গেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর