ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সেই ফ্লাইট পৌঁছানোর আগেই নেদারল্যান্ডসে ওমিক্রনের সংক্রমণ
অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সতর্ক করার আগেই ইউরোপে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ শুরু হয়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিবিসির সংবাদে বলা হয়েছে, গত ১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নেওয়া দুটি নমুনা পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। যেটি ছিল দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ারও আগের ঘটনা।  

তবে, এটা পরিষ্কার নয়, যাদের নমুনা নেওয়া হয়েছিল তারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন কি না।

এর আগে ধারণা করা হয়েছিল, গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইট নেদারল্যান্ডসে পৌঁছায়। সেখান থেকে ওমিক্রন পৌঁছেছে নেদারল্যান্ডসে। তবে দেখা যাচ্ছে, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সতর্ক করার আগেই ইউরোপের হৃৎপিণ্ডে চলে এসেছিলে ওমিক্রন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর