ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

করোনার টিকা বাধ্যতামূলক করার দাবি ইইউ প্রধানের
অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েন জানিয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিনের আওতায় আসা উচিত।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, ওমিক্রনের  বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ। গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে  ছড়িয়েছে এই ভাইরাস। এর পর থেকে আফ্রিকার সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের অনেক দেশ।

করোনা টিকার বিষয়ে উরসুলা ভন ডার লেয়েন জানান, ইউরোপীয় ইউনিয়নের এক-তৃতীয়াংশ মানুষ টিকা দেয়নি। সে হিসাবে টিকা দেওয়া এখন বাধ্যতামূলক। 

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাধ্যতামূলক টিকাদান কর্মসূচিকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। সবাইকে সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর