ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা সহজলভ্য। তারপরও ২০২০ সালের চেয়ে চলতি বছরে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেশি। করোনার সংক্রামক ধরণ ডেল্টা ও টিকা নিতে অনাগ্রহই এর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।

করোনার টিকা নেননি যুক্তরাষ্ট্রে ​এমন রোগীদের মধ্যেই মৃত্যুহার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী কানাডার করোনা মৃত্যুহারের চেয়ে তিনগুণ ও জাপানের চেয়ে ১১ গুণ বেশি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল অবস্থানে আছে নিউজিল্যান্ড।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর