ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভ্রমণ জনসমাগমে ফের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
কক্সবাজার সৈকতে ভিড় (ফাইল ছবি)

স্বাস্থ্যবিধি না মেনে ভ্রমণসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অবাধ জনসমাগমের ফলে ফের সারাদেশে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশেও করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। আমাদের দেশে অনেক মানুষ কক্সবাজার গেছে, কারও মুখে মাস্ক নেই। রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কিন্তু কেউ মাস্ক পরে না। যার কারণে আমরা আশঙ্কা করছি, যেন সংক্রমণ বেড়ে না যায়।

তিনি বলেন, 'আমরা যদি বেসামালভাবে চলি, তাহলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। সেজন্য জনগণকে আহ্বান করব, যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। নিয়ন্ত্রিতভাবে কাজ করি, ওমিক্রনকে প্রতিরোধ করি।'

সারা দেশের মানুষ যেন আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে, সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর