ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফ্রান্সে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড
অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে নতুন করে চিন্তায় পড়েছে ফ্রান্স সরকার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা করোনার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। একই সময় দেশটি মারা গেছেন ৮৪ জন। দেশটিতে এর আগের দিন শুক্রবার ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা শুরু করছেন। 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৮৮ হাজার ৩৭১ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৫৪৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ লাখ ৬২ হাজার ৭৫৭ জন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর