ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেয়েকে টিকা দিতে নারাজ বলসোনোরো
অনলাইন ডেস্ক
জইর বলসোনারো (ফাইল ছবি)

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সান্তা ক্যাটারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো জানান, আগামী ৫ জানুয়ারি থেকে দেশের ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে করোনা টিকার ডোজ দেওয়া শুরু হবে। তবে বলসোনারো নিজের ১১ বয়সী মেয়েকেও করোনা টিকা দেবেন না বলে জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এই অবস্থান তুলে ধরেন তিনি।

বলসোনারোর মেয়েকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে বলসোনারো বলেন, ‘শিশুদের টিকা দেওয়ার পক্ষে যেভাবে প্রচারণা চলছে, বাস্তব পরিস্থিতি তেমন নয়। শিশুমৃত্যুর হার এমন পর্যায়ে পৌঁছায়নি যে তাদের টিকা দিতে হবে।’

‘আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, আমি আমার মেয়েকে টিকা দিচ্ছি না।

ব্রাজিলে শিশুদের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বলসোনারোর সমর্থকরা তীব্রভাবে এই কর্মসূচির বিরোধী, অন্যদিকে দেশের জনগণের অধিকাংশই শিশুদের করোনা টিকা দেওয়ার পক্ষে।

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর