ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফ্রান্সে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৭৯ হাজারের বেশি করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণে ইউরোপ জুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এটি দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে শনিবারে দেশটিতে একদিনে এক লাখ চার হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোয় করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণের রেকর্ড হল। দেশটিতে নতুন করে মারা গেছেন ২৯০ জন।

ইউরোপ জুড়ে উৎসবের মৌসুম শুরু হয়েছে। এরপর থেকেই দেশগুলোয় করোনার সংক্রমণ বাড়ছে। ফ্রান্সের পরিস্থিতি তুলে ধরে গত সোমবারই সতর্কবার্তা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান। তিনি বলেছিলেন, জানুয়ারির শুরুর দিকে দেশটিতে দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। এ ছাড়া দেশটির হাসপাতালগুলোর সংগঠন ফ্রান্স হসপিটাল ফেডারেশন সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, সবচেয়ে কঠিন সময় এখনো আসেনি।

ফ্রান্সে বেশ কিছুদিন ধরে আক্রান্তের হার কম থাকলেও ৪ ডিসেম্বর থেকে ফ্রান্সে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। এদিন দেশটিতে ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। এরপর থেকে সংক্রমণ বাড়ছে।

এদিকে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৯ হাজার ৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এছাড়াও সাইপ্রাস, ইতালি ও গ্রিসের মতো বিশ্বের সর্বোচ্চ টিকা দেওয়ার হার থাকার পরেও পর্তুগালে মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর