ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করোনা: আইসোলেশনের মেয়াদ কমছে স্পেনে
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের আইসোলেশনের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আক্রান্ত ব্যক্তিদের এখন ১০ দিনের বদলে ৭ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।

এ ব্যাপারে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য প্রধানদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াসের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত দীর্ঘমেয়াদে আইসোলেশনের কারণে কিছু শিল্পে কর্মী সংকট দেখা দিয়েছে।

এদিকে, বিশ্বের জন্যই চরম এক সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ‘হু’র পক্ষ থেকে বলা হয়েছে, করোনার ডেল্টা ও ওমিক্রন প্রজাতির সংক্রমণ পৃথিবীর ওপর সুনামির মতো আছড়ে পড়বে।

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর